কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কাপাসিয়া সম্পর্কে বিস্তারির Kapasia Technical Training Centre TTC

খলিলুর কাদেরীঃ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধিন একটি জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের বেকার জনবলকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে কাররিগরি প্রশিক্ষণ প্রদানে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণ করার ক্ষেত্রেও এ প্রতিষ্ঠান বেশ সুনাম অর্জন করে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠান নানা ধরণের টেকনিকেল বিষয় সমূহ যেমনঃ ওয়েল্ডিং, রেফ্রিজারেশন, ইলেকট্রিক্যাল, কম্পিউটার অপারেশন, আইটি সাপোর্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং, ইংরেজী ভাষা শিক্ষা, ড্রাইভিং সহ আরো নানান ধরণের প্রশিক্ষণ হাতে কলমে শিক্ষা দেয়া হয়। প্রতিটি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।



আজকের আমাদের বিষয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কাপাসিয়া বা কাপাসিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (Kapasia Technical Training Centre TTC) প্রসঙ্গ। আমরা জানবো কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কোথায় বা কিভাবে যেতে হয় হয়, বিদেশ যাওয়ার জন্য ৩ দিনের ট্রেনিং গ্রহণ করতে কি কি প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক>>>

কোথায় যাব?

  • কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যেতে তাজউদ্দিন চত্বর থেকে বা এই রোডের দিক থেকে আসলে প্রথমে আমরা ব্রিজ পার হয়ে মেডেকিল মোড় যাব ১০ টাকা ভাড়া নিবে। এরপর মেডিকেল মোড়ে নেমে দক্ষিণের রাস্তা দিয়ে যেতে হবে এখানেও ১০ টাকা ভাড়া।
  • কাপাসিয়া বাজার বা কাপাসিয়া উপজেলা, কলেজ রোড থেকে আসলে ফেরি পার হয়ে সরাসরি তরগাঁও ঘাটের পাশেই এটি অবস্থিত।
  • কেউ যদি নরসিংদী রোড ও টোক আমরাইদ রোডে আসে তাহলে মেডিক্যাল মোড়ে নেমে সুজা তরগাও ফেরিঘাট এবং এর পাশেই প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত।
  • শ্রীপুর থেকে গোসিংগা হয়ে প্রথমে ব্রিজের নীচে নেমে পরে তাজউদ্দিন চত্বর থেকে অটো বা রিক্সা দিয়ে ব্রিজ পার হয়ে মেডিক্যাল বা হাসপাতাল মোড়ে নেমে দক্ষিণের রাস্তা দিয়ে সুজা প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হবে।

যা যা লাগবেঃ

  • বিদেশ যাওয়ার জন্য ৩ দিনের ট্রেনিং এর জন্য প্রথমেই লাগবে ১ কপি পাসপোর্ট এর কপি। (রঙ্গিণ হলে ভালো হয়)
  • বিএমইটি কার্ডের কপি ১ টি। (রঙ্গিণ হলে ভালো হয়) বিএমইটি কার্ড সম্পর্কে না জানলে এখানে। ক্লিক করে জানুন।
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। (রঙ্গিন)

কারা এখানে ট্রেনিং করতে পারবে?

বাংলাদেশের সকল জেলার সকল নাগরিক এখানে ট্রেনিং নিতে পারবেন।

কিভাবে যাব?

এই প্রসঙ্গে আমাদের একটি ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন। ভিডিও লিংক নীচে দেয়া থাকবে

এই প্রতিষ্ঠান নান

বিদেশ যাওয়ার জন্য ৩ দিনের ট্রেনিং গাজীপুর

বিদেশ যাওয়ার জন্য ৩ দিনের ট্রেনিং গাজীপুর কোথায়

গাজীপুর প্রবাসী ট্রেনিং সেন্টার

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সিগঞ্জ

Video link: https://youtu.be/NCmxjjVomDs

[বিঃদ্রঃ এটি কোন সরকারি ওয়েবসাইট নয়, এটি একটি প্রতিবেদন পরিচিতি মাত্র; প্রিয় প্রবাসী ভাই-বোনদের সুবিধার্থে এই প্রতিবেদনটি তৈরী করা হয়েছে।]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url