গাজীপুর জেলার সকল সরকারি ও বেসরকারি অনার্স কলেজ তালিকা
গাজীপুর জেলার সকল সরকারি ও বেসরকারি অনার্স কলেজ তালিকা
রাজধানী ঢাকার সবচেয়ে নিকটস্থ গাজীপুর জেলার ৫ টি উপজেলায় মোট ১৭ টি কলেজে অনার্স কোর্স চালু রয়েছে। নীচে সেই সকল কলেজ তালিকা ও কলেজের ঠিকানা দেয়া হলোঃ
- আব্দুল আউয়াল কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ জৈনা, শ্রীপুর, গাজীপুর।
- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। (সরকারি কলেজ) ঠিকানাঃ গাজীপুর সদর, (ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে) গাজীপুর।
- ভাওয়াল মির্জাপুর কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর।
- বরমী কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর।
- ধলাদিয়া ডিগ্রি কলেজ। (বেসরকারি কলেজ) গ্রাম: ধলাদিয়া, ডাকঘর: ভাওয়াল রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর।
- জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ। (সরকারি কলেজ) ঠিকানাঃ চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর।
- কালিয়াকৈর ডিগ্রি কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ কালিয়াকৈর, গাজীপুর।
- কালিগঞ্জ শ্রমিক কলেজ। (সরকারি কলেজ) টঙ্গী- ঘোড়াশাল বা আরিখোলা রেলস্টেশন রোড, কালীগঞ্জ। আরো জানুন।
- কাপাসিয়া ডিগ্রি কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ কলেজ রোড, কাপাসিয়া গাজীপুর।
- কাজী আজিমুদ্দিন কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ ছায়াবিথী, জয়দেবপুর, গাজীপুর সদর, গাজীপুর।
- কোনাবাড়ী ডিগ্রি কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ কোনাবাড়ী, গাজীপুর, মহানগর, গাজীপুর।
- পেয়ার আলী কলেজ। (বেসরকারি কলেজ) মাওনা, শ্রীপুর, গাজীপুর।
- পুবাইল আদর্শ কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ খিলগাঁও, ৪১ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর।
- রোভার পল্লী ডিগ্রী কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর।
- শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ।, (সরকারি কলেজ) ঠিকানাঃ কলেজ রোড, শ্রীপুর, গাজীপুর।
- শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ। (বেসরকারি কলেজ) ঠিকানাঃ টোক নয়ন বাজার, কাপাসিয়া, গাজীপুর।
- টঙ্গী সরকারী কলেজ। (সরকারি কলেজ) ঠিকানাঃ ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে, টঙ্গী গাজীপুর।
গাজীপুর জেলায় সরকারি কলেজ ৬ টি থাকলেও ১ টি সরকারি কলেজে এখনো অনার্স কোর্স চালু হয়নি। সেই কলেজটি হলো সরকারি তাজউদ্দিন আহমেদ কলেজ, হাইলজোর, কাপাসিয়া, গাজীপুর।
প্রিয় পাঠক আমরা প্রতিনিয়ত এই পেজটি নিয়ে কাজ করছি এবং সঠিক তত্যগুলো আপনাদের কাছে তুলে দেয়ার চেষ্টা করছি। আমরা এই পেজটি দিন দিন আরো সম্প্রসারিত করবো এবং প্রত্যেকটি কলেজের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে ভিডিও তৈরী করছি এর জন্য আপনাদেরও সাহায্য প্রয়োজন। যদি এই পেজে কোন তথ্য ভুল বা অপূর্ণ থেকে থাকে এবং কেউ আমাদেরকে ভিডিও পাঠাতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের এখানে কমেন্ট করে জানাবেন অথবা ই-মেইল করবেন। ই-মেইলঃ khalilwith@gmail.com
আরো তথ্য জানতে চাইলে জয়েন হতে পারেন আমাদের গাজীপুর জেলার একটি ফেসবুক (গাজীপুর ভিউ) গ্রুপে।