লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতঃ
লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতঃ
বর্তমানে এই শবে বরাত নিয়ে কিছু কিছু হুজুরের কট্টর হওয়ার বিষয়টি মোটেও ভালো লাগে না। তারা এটাকে এমন ভাবে উপস্থাপন করে যেনো, শবে বরাত এ বিশেষ কিছু আয়োজন করে খাওয়া হিন্দুদের পুজাতে প্রসাত খাওয়ার চেয়েও (হারাম) বেশী জ*ঘন্য, যেটা মোটেও কাম্য নয়।
না হোক এতে কোন সওয়াব! হয়তো এই রাতে বিশেষ কিছু খাওয়ার ব্যপারে কোন ইসলামিক প্রমাণও নেই কিন্তু এই রাতে আমল করার বিষয়ে স্পষ্ট দলিল রয়েছে। আর এ রাতে বিশেষ কিছু খেলে যে গুনাহ হবে বা শির্ক হবে এ ব্যাপারেও কিন্তু কোন দলিল নেই। কোন কিছুতে শরীয়তের নিষেধাজ্ঞা না থাকলে সেটাকে হারাম বলার অধিকার কারো নেই।
অন্যদিকে যেহেতু দিনটা সরকারি ছুটির দিন সেহেতু এই দিনে অনেকে ভালো কিছু আয়োজন করে থাকে এবং করবে এটাই স্বাভাবিক বিষয়। পাশাপাশি এটি মুসলিম সংস্কৃতির একটা অংশ। যা হিন্দু বা অন্যদের সংস্কৃতি হতে আসেনি এখানে এই দিন উপলক্ষ্যে ভালো কিছুর আয়োজনে সমস্যার কিছু দেখি না। সবাইকে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত এর শুভেচ্ছা, আল্লাহ এই দিনের বরকতে সবাইকে ক্ষমা করে দিন। -আমিন (মোঃ খলিলুর রহমান)