শ্রীপুর বেকাশহরা গ্রামের ভাইরাল ধানক্ষেত

খলিলুর কাদেরীঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেকাশহরা গ্রামের কৃষক এনামুল হক তার ধান ক্ষেতে ফুটিয়ে তোলেছেন ভালোবাসার প্রতিক। মাঠজুরে সবুজ বোরো ধানের মাঝখানে ব্ল্যাক রাইস জাতের ধান রোপন করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেন এই কৃষক। ব্যাতিক্রম এই দৃশ্যটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন নান শ্রেণী পেশার মানুষ।

২০২২ সালেও এভাবেই মা নামের আঙ্গিকে ধান ক্ষেত লাগানোর পর ভাইরাল হয় এই ধান ক্ষেত। এরপর ২০২৩ সালে বাংলাদেশের পতাকার আকৃতিতে ধান রোপন করেও বেশ আলোচনায় আসে সৌখিন ওই কৃষক কৃষক। কৃষক এনামুল হকের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও। এখানে প্রদর্শন করতে আসা লোকদেরও দাবী কৃষক এনামুল যেন প্রতি বছরই তার এমন নিপুন কৌশলে ফুটিয়ে তোলেন আরো এমন সৌন্দর্য্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url