ঘোড়াশালের ঘোড়া

খলিলুর কাদেরীঃ মুঘল আমলে ঘোড়াশালের টেকপাড়ায় শেখ গোলাম মোহাম্মদ নামে এক ক্ষমতাধর ব্যক্তি বাস করতেন। একবার মুঘল সম্রাট আওরঙ্গজেব শেখ গোলাম মোহাম্মদ কে সুদর্শন একটি ঘোড়া ও সঙ্গে উপহার দিলেন আরও একটি শাল।


সম্রাট আওরঙ্গজেবের দেয়া ঘোড়া এবং শাল দেখার জন্য দলে দলে মানুষ শেখ গোলাম মোহাম্মদের বাড়িতে আসা শুরু হয়। রাস্তায় তাদেরকে "কোথায় যাও?" প্রশ্ন করা হলে তারা বলতো ঘোড়া ও শাল দেখতে যাই। সেই থেকে এই গ্রাম ও অত্র অঞ্চল ঘোড়াশাল নামে পরিচিত হয়।

ঘোড়াশালের এই ঘোড়া কে কে দেখেছেন?
ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url