দেশের বাহিরে বাঙ্গালীদের পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

 দেশের বাহিরে পাসপোর্ট হারিয়ে ফেললে কী করবেন?

দেশের বাহিরে ঘুরতে গিয়ে কিংবা চিকিৎসা করতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন কিংবা নস্ট হয়ে গেছে। এখন দেশে ফিরবেন কিভাবে ?

আগে প্রথমে নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে জিডি করতে হত। তারপর সেই জিডি কপি সমেত বাংলাদেশ মিশনে গিয়ে ট্রাভেল পাসের জন্য আবেদন করা লাগতো। যদি অনেক সময় দেখা যায় শুধু মিশনে যাওয়ার জন্য বাই রোডে ২/৩ দিন ট্রাভেল করেও যাওয়া লাগতো অথবা টাকা খরচা করে ফ্লাইটে যাওয়া লাগতো।



এখন আর সেই ঝামেয় যেতে হবে না। অনলাইনের মাধ্যমেই পাওয়া যাবে তার সমাধান! পাসপোর্ট অধিদপ্তর তাদের ওয়েবসাইটে নতুন একটি সেবা সংযোজন করেছে। (লিংকঃ https://www.epassport.gov.bd/applications/application-form/1022029779/cost-information?etp=ETP ) দেশের বাহিরে যদি পাসপোর্ট হারিয়ে যায় থানায় জিডি করে পাসপোর্ট এর ওয়েবসাইট ভিজিট করে সাথেই সাথেই অনলাইনে ট্রাভেল পাসের আবেদন করতে পারবেন। ফী নিবে ১৫ ডলার। অনলাইনে ফী জমা দিয়ে আবেদন সাবমিট করে দিলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন আপনার আবেদন যাচাই বাছাই করে ট্রাভেল পাস দিয়ে দিবে। সেই পাস নিয়ে আপনি দেশে ব্যাক করতে পারবেন। এবং এসেই আবার পাসপোর্ট এর আবেদন করতে পারবেন।

এর জন্য প্রয়োজন হবেঃ
Personal Information
Face Image Upload
Address
ID Documents
Parental Information
Spouse Information
Emergency Contact
Supporting Documents
Identifier Person
Travel Information

কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে বিজিট করতে পারেন আমাদের ইউটিউভ চ্যানেলেঃ

চ্যানেল লিংকঃ https://www.youtube.com/@AdhunikIT

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url