মাকামে ইব্রাহিম

খলিলুর কাদেরীঃ মাকামে ইব্রাহীম )আরবি: (مَـقَـام إِبْـرَاهِـيْـم মক্কা গেটের ঠিক সম্মুখে এর অবস্থান। কাবা নির্মাণের সময় হযরত ইব্রাহীম (আঃ) যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন সেটিই ছিল। এটাকে আরবিতে মাকামে ইব্রাহিম বলা হয়।



এটার মাধ্যমে মুসলিমের জন্য অনেক হেদায়েত ও ফজিলত রয়েছে। কাবা শরীফ নির্মাণ করার জন্য, আল্লাহ পাক আসমান থেকে এই পাত্রটি হযরত ইব্রাহিম নবীকে দিয়েছেন, আর এই পাত্রটি কোন সাধারণ মানুষের তৈরি না, এখানে হযরত ইব্রাহিম নবী দাঁড়ালে অটোমেটিক উপরে উঠে যেত।

মাকামে ইব্রাহিমের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান-প্রায় এক হাত। পাথরটিতে হযরত ইব্রাহিম (আ) এর পদচিহ্ন বিদ্যমান। চার হাজারেরও বেশি সময় ধরে অপরিবর্তিত থাকা পদচিহ্ন কেয়ামতের পূর্ব পর্যন্ত এমন অপরিবর্তিত থাকবে। হযরত ইব্রাহিম (আ) এর মোজেজার কারণে শক্ত পাথরটি ভিজে তাতে তার পায়ের চিহ্ন বসে গিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url