জামাই মেলা গাজীপুর ২০২৫ বা বিনিরাইল মাছের মেলা কবে?
জামাই মেলা গাজীপুর ২০২৫ বা বিনিরাইল মাছের মেলা
জামাই মেলা গাজীপুর ২০২৪ এর ছবি |
প্রিয় গাজীপুরঃ বিনিরাইল মাছের মেলা পরিচিত গাজীপুর জামাই মেলা হিসেবেই। আজ থেকে প্রায় ২৫০ বছরের ঐতিহ্য এটি। প্রতি বছর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বিনিরাইল নামক গ্রামে অনুষ্ঠিত হয়। তবে বক্তারপুর, জাঙ্গালিয়া, মোক্তারপুর ও জামালপুর ইউনিয়নের চারমোহনায় এটি অনুষ্ঠিত হয়ে থাকে। যেথায় এটি হয়ে থাকে সেই গ্রামের নাম বিনিরাইল। তবে মেলার বেশির ভাগ অংশই জামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিনিরাইল গ্রামে। মেলাটি প্রতি বছর পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে হয়ে থাকে।
পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এমন একটি দিনে পালন করা হয় যেটি সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ১৪ জানুয়ারিতে পড়ে, কিন্তু লিপ বছরে ১৫ জানুয়ারি। মকর সংক্রান্তির তারিখ এবং সময় মকর রাশির রাশিচক্রের সাইডরিয়েল সময়ের সাথে সাদৃশ্যপূর্ণ (যখন সূর্য প্রবেশ করে)। সে দারাবাহিকতায় ২০২৫ ইং এর গাজীপুরের এই মাছ মেলা বা জামাই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার ইংরেজী ১৪ জানুয়ারী রোজ মঙ্গলবার। নীচে জামাই মেলার গুগুল লোকেশন দেয়া থাকবে।
মেলার ইতিহাসঃ অনেকের মতে পৌষ সংক্রান্তি উপলক্ষে ১৯১০ খ্রি. হতে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। আবার অনেকের মতে ১৮০০ শতকে মেলাটির প্রচলন হয়। মূলত মৎস মেলা হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটি জামাই মেলা নামে পরিচিতি পায়। প্রতি বছর মেলা উপলক্ষে গাজীপুরের কয়েকটি উপজেলার মানুষ তাদের মেয়ের জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ জানায়। মেয়েরা তাদের স্বামীদের নিয়ে মেলা উপলক্ষে তাদের পিতা-মাতার বাড়িতে আসেন। জামাইগণ মেলা থেকে মাছ ক্রয় করে থাকেন যার ফলে এটি জামাই মেলা নামে পরিচিতি পায়। গাজীপুর ছাড়াও আশেপাশের জেলা থেকেও অনেকে মেলাটিতে আসেন।
উক্ত মেলায় মৎস ছাড়া স্থানীয় বিক্রেতাগণ বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাবার যেমন, চমচম, রসগোল্লা, সন্দেশসহ আসবাবপত্র, খেলনা ইত্যাদি বিক্রি করেন। মেলায় কেনাকাটার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য অনুসারে বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা ও লাঠি খেলা ইত্যাদির আয়োজন করা হয়।
মেলার গুগুল লোকেশনঃ https://maps.app.goo.gl/4XoUkTcGrHnC1VqU9
- প্রিয় গাজীপুর ফেসবুক পেজ ফলো করুনঃ https://www.facebook.com/priyogazipur (Link)
- প্রিয় গাজীপুর ফেসবুক পেজ গ্রুপে জয়েন করুনঃ https://www.facebook.com/groups/priyogazipur (Link)
- সাবস্ক্রাইব করুন প্রিয় গাজীপুর ইউটিউভ চ্যানেলঃ https://www.youtube.com/@priyogazipur (Link)