সাঈদের প্রতিক্রতিতে ধান চারা রোপন করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা কাচারির সৌখিন ওই কৃষক এনামুল।
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ম শহীদ আবু সাঈদের প্রতিকৃতিতে ধান চারা রোপন করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা কাচারির সৌখিন ওই কৃষক এনামুল। যিনি এর আগে মা, ভালোবাসার প্রতিক ও বাংলাদেশেরে পতাকা একে সাড়া দেশে আলোচিত হয়েছিলেন।