শহীদ আবু সাঈদের প্রতিকৃতি কোথায়>
শহীদ আবু সাঈদের প্রতিকৃতি একে ধান চারা রোপণের একটি ছবি পোস্ট করার পরে অনেকেই জানতে চেয়েছেন এটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন এখানে। অনেকে আবার মন্তব্য করেছেন ঘাস মারা মেডিসিন স্প্রে করে ফসল নস্ট করে এমন ছবি আকা ঠিক হয়নি।
আসলে এটা কোন স্প্রে করে করা হয়নি। এখানে দুই জাতের ধান রোপন করে এটা করা হয়েছে, যার এক রঙ সবুজ এবং অন্য রঙ লাল।
এটার অবস্থান হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেংরা বাজারের একটু পূর্ব দিকে। সহজভাবে বলতে গেলে এর পশ্চিমে রয়েছে মাওনা, দক্ষিণে শ্রীপুর উপজেলা সদর, উত্তরে টেপিরবাড়ি এবং পূর্বদিকে সাতখামাইর-বরমী বাজার।
শহীদ আবু সাঈদ ছিলেন একজন বাংলাদেশী শিক্ষার্থী ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয়কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। ১৬ই জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। যা সারা দেশে ব্যপক আলোচনায় আসে এবং এর পর থেকেই কোটা আন্দোলনের মোড় ঘুরে যায়। কোটা আন্দোলনকারীরা তাকে এই আন্দোলনের প্রথম শহিদ বলে আখ্যায়িত করেন।