পাহলোয়ান গাজী গাজীপুরের গাজী
গাজীপুরে গাজী বংশের প্রতিষ্ঠাতা পালোয়ান শাহ গাজীর সমাধি এটি। যিনি চতুর্দশ শতাব্দীতে ভাওয়াল পরগণা তথা আজকের গাজীপুর জেলার প্রথম শাসক ছিলেন। তার রাজধানী ছিল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চৌড়া গ্রামে। তার নাম অনুসারেই নামকরণ করা হয় বর্তমান গাজীপুর জেলার, অনেকে আবার ধারণা করেন, তারই বংশধর গাজী বংশের শ্রেষ্ঠ শাসক ফজল গাজীর নামানুসারে নামকরণ করা হয়েছিল গাজীপুর জেলার।
ফজল গাজী ছিলেন গাজী বংশের ৮ম পুরুষ যিনি ছিলেন ঈসা খার সময়ে বারভূঁইয়াদের অন্যতম প্রভাবশালী শাসক।
ভাওয়াল গাজীদের আদি পুরুষ পাহলোয়ান শাহ গাজী পাল রাজাদের নিধন করে তার রাজন্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। দৌলত গাজী ছিলেন গাজী বংশের শেষ শাসক যিনি পবিত্র হজ পালন করতে গেলে তারই কর্মচারী বলরাম দ্বারা তিনি চক্রান্তের স্বীকার হয়ে জমিদারি হারান।