ফসলি জমিতে ফুটিয়ে তোলা হয়েছে শহীদ আবু সাঈদ এর প্রতিকৃতি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেংরা বেকাশহরা গ্রামে মাওনা-বরমী রোডের পাশে এই ফসলি জমিতে ধান গাছ রোপন করে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদ এর প্রতিকৃতি। যতোই দিন যাচ্ছে ততোই আলোকজ্জল হচ্ছে এই ধান ক্ষেতটি। ধান গাছের বয়স বাড়ার সাথে সাথে যেমন রঙ গাঢ় হচ্ছে তার সাথে বৃদ্ধি পাচ্ছে এর সৌন্দর্য্যও।



আবু সাঈদের এ প্রতিকৃতিটি দেখার জন্য প্রতিনিয়ত ভীর জমাচ্ছেন দর্শনার্থীরা। বেকাশহরা গ্রামের কৃষক এনামুল এবং তার শ্বশুর মাইন উদ্দিন মিলে এ চিত্রটি নির্মাণ করেছেন। প্রতিবছরই তারা একেক রকম চিত্র এভাবে ফুটিয়ে তোলেন, যেমন, গতো বছর ২০২৩ সালে বাংলাদেশের পতাকা এবং এর আগে ২০২২ সালে 'মা' শব্দ একে সারাদেশে আলোচিত হন তারা। সহজভাবে বলতে গেলে এর অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা টেংরা রোডে টেংরা বাজারের পূর্ব পাশেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url