বাংলাদেশের গ্রাম্য হাট বাজার (জেলা ভিত্তিক)
গাজীপুর জেলার গ্রাম্য হাট বাজার
- শনিবারঃ- শ্রীপুর বাজার।
- শনিবারঃ- নয়নপুর বাজার, শ্রীপুর।
- শনিবারঃ- চার সড়ক,জামালপুর, কালিয়াকৈর।
- রবিবারঃ- মাওনা বাজার, শ্রীপুর।
- রবিবারঃ- গোসিংগা বাজার, শ্রীপুর।
- রবিবারঃ- জাংগালিয়া, কালিগঞ্জ।
- রবিবারঃ- ইজ্জতপুর, শ্রীপুর।
- রবিবারঃ- কাওরাইদ, শ্রীপুর।
- রবিবারঃ- টংগী, গাজীপুর।
- সোমবারঃ- রাজাবাড়ী, শ্রীপুর।
- সোমবারঃ- ফুলবাড়িয়া, কালিয়াকৈর।
- সোমবারঃ- লোহাই বাজার, জৈনা, শ্রীপুর।
- সোমবারঃ- কপালেশ্বর বাজার, কাপাসিয়া।
- মঙ্গলবারঃ- আমরাইদ বাজার, কাপাসিয়া। বড়
- মঙ্গলবারঃ- নয়নপুর বাজার, শ্রীপুর।
- মঙ্গলবার- কাপাসিয়া বাজার
- বুধবারঃ- বরমী বাজার, শ্রীপুর।
- বুধবারঃ- ভাওয়াল মির্জাপুর, গাজীপুর।
- বুধবারঃ- জৈনা বাজার, শ্রীপুর।
- বুধবারঃ ভাওয়াল মির্জাপুর।
- বৃহস্পতিবারঃ- মাওনা বাজার, শ্রীপুর।
- বৃহস্পতিবারঃ- দালানবাজার,কালিগঞ্জ।
- বৃহস্পতিবারঃ- কপালেশ্বর, কাপাসিয়া।
- শুক্রবারঃঃ- লোহাই বাজার, জৈনা, শ্রীপুর।
- শুক্রবারঃ- আমরাইদ, কাপাসিয়া।
- শুক্রবারঃ কাপাসিয়া বাজার
- শুক্রবার- কালিগঞ্জ বাজার।
আরও অনেক সাপ্তাহিক হাট রয়েছে সেগুলো কারো জানা থাকলে দয়া করে বলবেন এড করে দিবো, তবে সে হাটে গরু ছাগল হাঁস মুরগী কবুতর ইত্যাদি উঠলেই হাট বলে বিবেচিত হবে। এই সাপ্তাহিক হাট গুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ও বৃহত্তম হাট হলো ঐতিহ্যবাহী বরমী বাজার।
নরসিংদী জেলার গ্রাম্য হাট বাজার
শনিবার- পুটিয়া হাট
রবিবার- খালেরঘাট (কলার বাজার), মনোহরদী
সোমবার- খালেরঘাট (গরু ছালগ), মনোহরদী
মঙ্গলবার-
বুধবার-
বৃহঃবার- পুরাদিয়া, বেলাব।
শুক্রবার- বেলাব বাজার।
ময়মনসিংহ জেলার গ্রাম্য হাট বাজার
শুক্রবার- পারুলদিয়া বাজার, ভালুকা
শুক্রবার- ভালুকা
সোমবার- পারুলদিয়া বাজার, ভালুকা
সোমবার- গফরগাও বাজার-
শনিবার- মোল্লিক বাড়ি বড় বাজার, ভালুকা,